Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে শিবপুর ইউনিয়ন

১। ইউনিয়ন পরিচিতিঃ ০৫ নং শিবপুর ইউনিয়ন পরিষদের পশ্চিমে ঘোনা ইউনিয়ন,পূবে আগরদাঁড়ী ইউনিয়ন,

দক্ষিনে আলীপুরও উত্তরে আগরদাঁড়ী ইউনিয়ন ।এই ইউনিয়নের আয়তন ২৩বগ কিঃমিঃ।জনসংখ্যা জন্মনিবন্ধন

অনুযায়ী মোট-১৮৫৬৩জন।পুরুষ-৯৪৯৭জন,মহিলা-৯০৬৬জন।১১টি মৌজা ও২৫ টি গ্রাম নিয়ে এ ইউনিয়ন

পরিষদ গঠিত। এই ইউনিয়নে মাধ্যমিক বিদ্যালয় ২টি, প্রাথমিক বিদ্যালয় ১২টিও মাদ্রাসা ৪টি।হাটবাজার ৪টি

স্বাস্হ্য ও পরিবার কলল্যান কেন্দ্র-১টি, কমিউনিটি ক্লিনিক-২টি, পোঃ অফিস-২টি।শিক্ষারহার-শতকরা৪৩ভাগ।

২।সেবা সমুহঃ (ক)নাগরিক সনদ, চারিএক সনদ, ওয়ারেশকাম সনদ, জন্ম-মৃত্যু সনদ।

(খ)সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে সেবা যেমন-ভিজিএফ,ভিজিড, বিধবা ভাতা, বয়স্ক ভাতা ওপ্রতিবন্ধী

ভাতা ও মাতৃত্ব কালীন ভাতা ইত্যাদি।

(গ)অবকাঠামো উন্নয়ন-রাস্তা, কালভাট,মসজিদ, মন্দিরও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন।

(ঘ)স্যানিটেশন ব্যবস্হার উন্নয়ন।

(ঙ)দূযোগ কালীন এাণ ওপূণবাসনের ব্যবস্হা

(চ)বিচার কায্য পরিচালনা-সালিশ,গ্রাম আদালত, ও কোট তদন্ত প্রতিবেদন প্রেরণ ।

(ছ) সুপেয় পানির জন্য গভীর নলকূপ স্হাপন।

৩। যোগাযোগ ব্যাবস্হাঃ চেয়ারম্যান,০৫ নং শিবপুর ইউনিয়ন পরিষদ,পোঃ আগরদাঁড়ী,উপজেলা+জেলাঃসাতক্ষরা

ইমেল নং-shibpur8294@gmail.com

সাতক্ষীরা বসষ্টান্ড হতে আবাদের হাট ওআবাদের হাট হতে ইউপি অফিস।